Menu
Picture of Abdullah Al Marouf

Abdullah Al Marouf

Writer

Share this blog:

আত্ম উ প ল ব্ধি

নাম দিয়েছি “The Velvet Shelf”। প্রিয় মাতৃভূমি থেকে হাজার মাইল দূরের বাসভবনে গড়ে তোলা ব্যক্তিগত লাইব্রেরী আমার। এই সুদীর্ঘ প্রবাস জীবনে যতই ঘুরেছি, দেখেছি, নানান জাতি-বর্ণের মানুষের সাথে মিশেছি, ততই নিজের অজ্ঞতা, মূর্খতা, অপরিপক্কতা অনুভব করতে পেরেছি। বুঝতে একটুও অসুবিধে হলো না যে আমি এক নির্বোধ, হিপোক্রেট মানুষ।

 

এমন আত্ম-উপলব্ধি আমাকে নতুন পথের সন্ধান দিয়েছে। নিজেকে জানার, বোঝার, পরিবর্তনের জন্য বইকে আমার সঙ্গী হিসেবে চিনিয়েছে। এখন আমার মন খারাপ কিংবা ভালোর একান্ত বাধ্যগত সঙ্গী হলো বই। নির্বিবাদী জীবনের ইচ্ছে আমার। অনন্ত মহাকালের যাত্রায় এ এক অন্তিম স্বপ্ন।

 

রাতে ঘুমানোর আগে একটু বই পড়ার অভ্যাস করেছি ক’দিন ধরে। বন্ধুবর সালমান আমার বাসায় বেড়াতে এসে ক্যামেরা বন্দি করে নিলো এক মূহুর্ত।

 

07 July 2024
Espoo, Finland

Scroll to Top