Menu
Picture of Abdullah Al Marouf

Abdullah Al Marouf

Writer

Share this blog:

একটি অ নু শো চ না

প্রিয় সহকর্মী ও বন্ধুগণ,

 

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজ লিখতে বসেছি। গত কয়েকরাত নির্ঘুম ভাবে পার করেছি৷ চোখ লেগে আসলেও রাজপথে রক্তে রঞ্জিত আমার ভাই-বোনদের ছবি ভেসে আসে। আঁতকে উঠি। ঘুমাতে পারি না আর। চোখের কোণায় নিমিষেই জ্বলের অস্তিত্ব টের পাই। আয়নায় নিজেকে দেখলে ধিক্কার দেই। এই প্রবাস জীবনকে এখন অভিশপ্ত লাগে। প্রিয় মাতৃভূমির এমন কঠিন সময়ে রাজপথে থেকে আমার ভাই-বোনদের সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে না পারার আকাঙ্ক্ষা, আফসোস আমার অপরাধ বোধ বাড়িয়েছে।

 

এই লড়াই পরিবর্তনের এবং বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে রাজপথে থাকা আমার ভাই-বোনেরা। এই যুদ্ধ বারংবার মনে করিয়ে দিবে আমাদের যে, যুবকদের হাত ধরেই একটি জাতির পরিবর্তন আসে। যুবকদের মাঝে কোনো ভেদাভেদ ও বৈষম্য নেই। প্রয়োজনে ভাইয়ের জন্য, দেশের জন্য নির্দ্বিধায় আত্মত্যাগে কোনো কালক্ষেপণ করে না তারা। ক্ষমতা চিরস্থায়ী নয়। অনাগত দিনে আসা রাজনৈতিক নেতৃত্ব যারা দিবেন, তারা নিশ্চয়ই ইতিহাস পড়বেন। ইতিহাস থেকে শিক্ষা নিবেন৷ আমরা একটি সুন্দর, শিক্ষিত, বৈষম্যহীন, জবাবদিহিতার সমাজ ও দেশ চাই।

 

এ লেখা যখন লিখছি তখনও আমার রক্তাক্ত ভাই-বোনদের স্মৃতি আমাকে কাঁদিয়েছে। আমার অপারগতা আমার ঈমানী চেতনার বহিঃপ্রকাশ৷ ঈমানের সর্বনিম্ন স্তরে আমি। ক্ষমা করবেন আমায়। আমার রক্তাক্ত ভাই-বোনদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। নতুন সূর্যের উদয় হবে, ইনশাআল্লাহ।

 

শনিবার, জুলাই ২০, ২০২৪
Espoo, Finland

Scroll to Top