গত বছর, অর্থাৎ ২০২৪ সালে আমি একাডেমিক বই বাদে মোট ১৬৪টি বই পড়েছি। এই বইগুলোর মধ্যে ছিলো গোয়েন্দা গল্প, ক্রাইম ফিকশন, থ্রিলার, হরর, সায়েন্স ফিকশন, এডভেঞ্চার, ঐতিহাসিক, সামাজিক উপন্যাস, প্রবন্ধ, কবিতা, আত্মজীবনী, অর্থনীতি, ইসলামিক এবং সাইকোলজি জনরার বই।
এ বছর, ২০২৫ সালে আমার লক্ষ্য কমপক্ষে ২৫০টি বই পড়া।
আমার এ এযাবৎকালে পড়া মার্ডার মিস্ট্রি ও সাইকোলজিক্যাল থ্রিলার জনরার অসাধারণ বইগুলোর মধ্যে আগাথা ক্রিস্টির “And Then There Were None” নিঃসন্দেহে শীর্ষস্থান দখল করে আছে। বইটি রহস্য-রোমাঞ্চের এক অনন্য সৃষ্টি, যা আমাকে এখনো সম্মোহিত করে রেখেছে।
আপনার প্রিয় জনরার সেই সেরা বইটি কোনটি? এমন একটি বইয়ের নাম বলুন, যা আপনি মনে করেন অন্তত একবার হলেও সবার পড়া উচিত!
২৭ ফেব্রুয়ারী
এস্পো, ফিনল্যান্ড